নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:২৪, ৩ অক্টোবর ২০২৫

সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ 

ফিলিস্তিনের গাঁজায় গণহত্যা ও সমুদ্রে ত্রানবাহী ফ্লোটিলার নৌবহর আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জুমা নামাজের পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডশ ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা তফাজ্জল হোসেন ফরিদী,  সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক আল আমিন তুষার, যুবদল নেতা রাকিব হাসান, বাবুল হোসেন বিজয়, শামীম হোসেন, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন প্রমুখ। 

এসময় বিক্ষোভ সমাবেশে মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তাদের স্বাধীনতা কামনা করেন। সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। 

সমাবেশে বক্তারা বলেন, ইজরাইল একের পর এক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা করছে। জাতিসংঘ এ হামলার বিষয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না। সারা বিশ্বের মুসলিম এক হয়ে প্রতিবাদ করতে হবে।