বন্দরে আক্তার হোসেন (৪৬) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আক্তার হোসেন বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মোল্লাবাড়ী দিঘিরপাড় এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার একরামপুর ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃতের পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, দীর্ঘ ২১ বছর পূর্বে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতলি এলাকার মৃত ইদ্রিস মিয়ার মেয়ে রাহিমা বেগমের সাথে বন্দর থানার ২২ নং ওয়ার্ডের মৃত মান্নান মিয়ার ছেলে আক্তার হোসেন ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
বিয়ের পর তাদের সংসারে ২ জন কন্যা সন্তানের জন্ম হয়। তার স্ত্রী রাহিমা বেগম একাধিক পর পুরুষদের সাথে পরকিয়া জড়িয়ে পরে। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবেদ চলছিল।
এর ধারাবাহিকতা গত শুক্রবার সকালে আক্তার হোসেন তার স্ত্রী হাত থেকে শরবত পান করে বাসা থেকে বের হয়। পরে ওই দিন বেলা সাড়ে ১১টায় বন্দর ইস্পাহানী ঘাটে আক্তার হোসেনকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে পথচারিরা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে খানপুর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


































