নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৪ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৮, ২৩ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ছাত্রদল নেতা শাহজালালের লিফলেট বিতরণ

:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সাদিপুর ইউনিয়নের কাজহরদী, বেলপাড়া ও সনমান্দী ইউনিয়নের অলিপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল।

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা হচ্ছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের একটি বাস্তবমুখী রূপরেখা। এই দফাগুলো জনগণের জীবনে পরিবর্তন আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

শাহজালাল বলেন, “৩১ দফা বাস্তবায়নই হচ্ছে মুক্ত বাংলাদেশের নতুন দিগন্ত। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি যাতে মানুষ জানে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্রযন্ত্র জনগণের কল্যাণে কাজ করবে।”

স্থানীয় এলাকাবাসী লিফলেট গ্রহণ করে বলেন, তরুণ নেতৃত্বের এমন কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে।