নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৯ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৯, ৯ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জে পোশাক চুরির অভিযোগে এক শ্রমিকের চাকুরী স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

রবিবার (৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পিএম নিটেক্স (প্রাঃ) লিঃ এর শ্রমিকরা চাষারা-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 

এসময় এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করতে দেখা যায়।

পরে শিল্প পুলিশ ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বিষয়টি নিয়ে সোমাবার জেলা প্রশাসকের কার্যালয়ে বসে সমাধানের আশ্বাস দিলে বেলা ১১টায় শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এর আগে এক সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির গার্মেন্টস বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।

উল্লেখিত ঘোষনা পত্র থেকে পাওয়া তথ্যে জানা যায়, গত ১ নভেম্বর গার্মেন্টের এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে তাৎক্ষণিক চাকরি থেকে অব্যহতি দেয়া হয়।

বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শ্রমিক  প্রতিনিধি সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

রবিবার (৯ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ওই অভিযুক্ত শ্রমিককে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দিতে চাইলে শ্রমিক প্রতিনিধিদের সাথে বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা হয়। এতে করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পিএম নিটেক্সের গার্মেন্টস বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।