ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরতলীর শিবু মার্কেট কুতুবাইল এলাকায় এই অগ্নিকাণ্ডে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানার কিছু কাপড়ে আগুন লাগে এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।
তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। আগুন বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।


































