বন্দরে একটি ককশিটের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানি খবর পাওয়া না গেলেও গোডাউনসহ ককশিট পুড়ে গিয়ে কমপক্ষে ৮ কোটি টাকা ক্ষতিসাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে ।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে পৌনে ১টায় বন্দর থানার ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষনখোলাস্থ জনৈক বাবু মিয়ার ককশিটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো ২টি সর্বমোট ৪ ইউনিট কমপক্ষে সাড়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান গণমাধ্যমকে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
আমাদের ২টি ও কাঁচপুর ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট কমপক্ষে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হই। সে সাথে অগ্নিকান্ডের স্থান থেকে ১৫ কোটি টাকা মালামাল উদ্ধার করতে সক্ষম হই। এ ঘটনায় আহত বা প্রানহানীর কোন সংবাদ পাওয়া যায়নি। ###


































