নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৭ ডিসেম্বর ২০২৫

তিনদিনের মধ্যে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত

মুছাপুর ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের নবগঠিত কমিটি স্থগিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৩, ১৬ ডিসেম্বর ২০২৫

মুছাপুর ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের নবগঠিত কমিটি স্থগিত

দলীয় নেতাকর্মীদের একাধিক অভিযোগের প্রেক্ষিতে বন্দর উপজেলা বিএনপির আওতাধীন মুছাপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত ৯টি ওয়ার্ড কমিটি স্থগিত করা হয়েছে।

স্থগিত হওয়া ওয়ার্ডগুলো হলো ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ মোট ৯টি ওয়ার্ড। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে যাচাই-বাছাই শেষে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বন্দর উপজেলা বিএনপি।

‎‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঙ্গে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটনের নেতৃত্বে মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এক বৈঠকে অংশ নেন।

‎‎সভায় নেতাকর্মীরা অভিযোগ করেন, নবগঠিত মুছাপুর ইউনিয়ন বিএনপির কয়েকটি ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দোসরদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মত প্রকাশ করেন।

‎‎এ প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট কমিটিগুলো যাচাই-বাছাই করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে।

‎‎সভায় আরও জানানো হয়, যদি মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটি গঠনে অনীহা প্রকাশ করেন, তাহলে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে নতুন কমিটির অনুমোদন দিতে পারবেন।

‎‎সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মুছাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ মুছাপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত বিষয়: