নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২২ ডিসেম্বর ২০২৫

বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সিআইপি ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৭, ২১ ডিসেম্বর ২০২৫

বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সিআইপি ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন 

বন্দরে মায়ের সম্মানার্থে পার্ক নির্মাণ এবং উপহারের উদ্বোধণী অনুষ্ঠান নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আলোচিত সিআইপি ব্যবসায়ী হাসান আহাম্মেদ খোকন।  

রোববার (২১ ডিসেম্বর)  বিকেল ৫টায় কলাগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরঘারমোড়াস্থ তার সপ্ল্যাশ প্যারাডাইজ গার্ডেনে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে হাসান আহাম্মেদ খোকন বলেন,আমরা প্রবাস যাপন করে প্রবাসে অনেক টাকাই ব্যয় করে থাকি। কিন্তু তাতে টাকাগুলো বিদেশেই রয়ে যায়।

তাই দেশের কথা চিন্তা করে সেই ব্যয়টা দেশেই করি নানাভাবে। এতে একদিকে দেশের সরকার রেমিটেন্সের রাজস্ব পায় আর এলাকার প্রিয় মানুষদের নিয়ে একটু বিনোদনের মাধ্যমে সময় কাটানো যায়। কাজেই আমার কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ নেই। আমি দলমতের উর্দ্ধে থেকে সমাজ সেবা করি।

কারো ঘরের টিনের চালা নাই,কেউ দীর্ঘ দিন ধরে চিকিৎসা করাতে পারেনা আমি তাদেরকে সেই ব্যবস্থাটুকু করে দেই এগুলোই আমার কাজ। তারপরও যদি এসব জনহিতকর কাজ কারো কাছে ইর্ষার বিষয় হয়ে দাড়ায় তাহলে আমি করবোনা।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা,আপনারা বিবেক খাটিয়ে লিখবেন আমার এলাকায় ৪৫টি সমাজ-জমাতের মানুষকে নিয়ে আমি কাজ করি।

বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি-সেক্রেটারী আমার এখানে আসে,আমার আত্নীয় স্বজনরা আসে আমি তাদেরকে সময় দিয়ে থাকি,আমার স্কুল জীবনের বন্ধুরা এখানে আসে আমাকে সময় দেয় কিছুটা বিনোদনের মধ্য দিয়ে পার করি এখন কার ব্যক্তি ক্যারিয়ার কি আছে সেটাতো আমার জানার দরকার নেই।

আমি কোন রাজনীতি করি না আমার কোন দলও নেই। মাঝে মধ্যে সিঙ্গাপুর থেকে নিজ এলাকায় এসে কিছুটা হাসি খুশি আর আনন্দের মধ্যে কাটাই ব্যাস এর বেশি কিছু না। প্রয়োজনে আপনারা আসেন সময় দেন দেখে যান এখানে কোন রুদ্ধধার বৈঠক হয় কি না,একজন মন্দ মানুষের আগমণ হয় কি না।

কিছুই পাবেন না। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে যদি কখনো কিছু লিখতে চান তাহলে ভাল করে একটু খোঁজ নিয়ে তারপরে লিখেন। তাতে আপনাদের ভাবমূর্তি যেমন ঠিক থাকবে তেমনি ভাল মানুষগুলো অন্ততঃ রক্ষা পাবে। 
 

সম্পর্কিত বিষয়: