নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫

বন্দরে ৯ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৫, ৩০ ডিসেম্বর ২০২৫

বন্দরে ৯ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ২

বন্দরে পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে ৯ কেঁজি গাঁজাসহ কুমিল্লার ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ আদমজীনগর। ওই সময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনের অপরাধে পিকআপ গাড়ীটি জব্দ করা হয়।

ধৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার কোম্পানীগঞ্জ বিল্লাবাড়ি এলাকার নজরুল ইসলামের ছেলে পিকআপ চালক মেহেদী হাসান (২৪) ও একই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে ফারুক (৩০)।

এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি/জেসিও নায়েব সুবেদার গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩২(১২)২৫।

ধৃতদের মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ২১-৭৭৬৯ নম্বারে নীল রংএর পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ তথ্য সূত্রে জানা গেছে,  ধৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে নারায়নগঞ্জ ও বন্দরসহ দেশের বিভিন্ন জেলায় অবাধে গাঁজা বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
 

সম্পর্কিত বিষয়: