নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫

বন্দরে ছিনতাই মামলায় মানিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫১, ৩০ ডিসেম্বর ২০২৫

বন্দরে ছিনতাই মামলায় মানিক গ্রেপ্তার

বন্দরে চালকে কুপিয়ে নগদ টাকা ও অটোগাড়ী ছিনিয়ে  নেওয়ার মামলার সনিগ্ধ আসামী মানিক (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মানিক বন্দর থানার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মনির হোসেন মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর)  দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩১(১২)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গত সোমবার (২৯ ডিসেম্বর)  রাতে বন্দর রেললাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত রোববার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টায় বন্দর থানার মনারবাড়ী ডিআর পেপার মিলস সংলগ্ন পাকা রাস্তার উপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে অটোচালক রমজান হোসেন নারায়ণগঞ্জ সদর থানা খানপুর বউ বাজার এলাকার চুন্নু মিয়ার মালিকানাধীন একটি লাল রংয়ের তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটো গাড়ি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করি। যাহার বর্তমান মূল্য ১,৫৫,০০০ টাকা। 

প্রতি দিনের ন্যায় গত সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায়  গ্যারেজ হইতে উক্ত অটো গাড়ি নিয়ে কাজের উদ্দেশ্য বের হয়। পরে একই দিন রাত ৮টা ২০ মিনিটে  অটো চালক রমজান নারায়ণগঞ্জ সদর থানাধীন নবীগঞ্জ হাজীগঞ্জ) স্ট্যান্ডে অবস্থানকালে অজ্ঞাতনামা একজন  আমার গাড়ির নিকট অসিয়া সে বন্দর থানার তালতলা যাওয়ার জন্য বলে। 

ওই সময় অটো চালক অজ্ঞাত পেসেঞ্জারের সাথে কথা বলে ১১০-টাকা ভাড়া ঠিক করে  একই দিন রাত ৯টার সময় বন্দর থানার মনারবাড়ী ডিআর পেপার মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর পৌছামাত্র গাড়ীতে থাকা অজ্ঞাতনামা পেসেঞ্জার অটো চালক কে থামতে বলে। 

তার কথামত অটোচালক  গাড়ি থামাইলে উক্ত আসামী সহ পূর্ব হইতে ঘটনাস্থলে থাকা উপরোক্ত আসামীদ্বয় সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা অটোচালককে  গাড়ি হইতে জোর পূর্বক রাস্তার উপরে  নামিয়ে মারপিট শুরু করে। 

অজ্ঞাতনামা একজন আসামী তার নিকট থাকা চাকু দিয়ে অটোচালকের বাম ও ডান হাতের তালুতে পোচ মারিয়া রক্তাক্ত কাটা জখম করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ১নং আসামী শরীফ হোসেন  অটোচালকের পকেট থেকে নগদ ৯০০ টাকা এবং ২নং আসামী অনিক অটোচালকের হাতে থাকা একটি নোকিয়া বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়। 

ওই সময় অটোচালকের ডাকচিৎকারের শব্দ পেয়ে  স্থানীয় লোকজন আগাইয়া আসিলে তাদের সহায়তায় উপরোক্ত ১ ও ২নং আসামীদ্বয়কে আটক করি এবং তাদের সহযোগী অজ্ঞাতনামা আসামীরা দৌড়ে পালিয়ে যায়। 

উত্তেজিত জনতা আটক আটককৃত ছিনতাইকারীদের বেদম মারধর করে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। পরে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আটককৃত ছিনতাইকারীদের পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। 
 

সম্পর্কিত বিষয়: