রূপগ্েজ যৌথ বাহিনীর অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৩৫ কেজি গাঁজা, ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প মাদক ১ হাজার ৩৩১ বোতল ইস্কাব উদ্ধার|
আটককৃতরা হলেন মো. তানজিদ (২৮), পিতা মো. আমানউল্লাহ; মো. রিফাত (১৮), পিতা আলাউদ্দিন; এবং রিদুল (২৩), পিতা মো. রোকন উদ্দিন। তারা সবাই ভুলতা ইউনিয়নের বাসিন্দা।
শুক্রবার (১৬ জানুয়ারী) বিকেলে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শরিফ এক
সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকার কয়েকটি পরিত্যক্ত বাড়িতে সাড়াশি অভিযান চালিয়ে ১৩৫ কেজি গাঁজা, ৯ হাজার ৫০০ পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল এবং ফেনসিডিলের বিকল্প মাদক ইস্কাব ১ হাজার ৩৩১ বোতল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
এ সময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় মাদকের যে সিন্ডিকেট গড়ে উঠেছে, তা নির্মূলে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এদিকে পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদানুসারে তারা এই চক্রের সাথে জড়িত। আরও বেশ কয়েকজনের নামও প্রকাশ করেছে। এ গ্রুপটি ঢাকা, নারায়ণগঞ্জসহ নরসিংদী, গাজীপুর ও মুন্সিগঞ্জে মাদক সাপ্লাই দিয়ে থাকে। মাদক কারবারিদের ধরতে অভিযান চলমান রয়েছে।


































