নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ জানুয়ারি ২০২৬

 ১১ লাখ টাকা লুট ও গুলি করে হত্যার হুমকি 

বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ১৮ জানুয়ারি ২০২৬

বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মীর উপর হামলা

নারায়ণগঞ্জ ৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী শাহীন আহমেদ পরাগকে মারধর করে নগদ অর্থ ছিনতাই ও গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে  একই আসনের বিএনপির প্রার্থী এড. আবুল কালামের পুত্র আবুল কাউছার আশার সহযোগি সৌরভ ও রাজীবের বিরুদ্ধে। 

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল  ৩টায় বন্দর থানার কবিলের মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত পরাগ (৩৮) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের দাসেরগাঁও এলাকার মৃত এটিএম রুহুল আমিনের ছেলে । স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় আহত পরাগ প্রাথমিক চিকিৎসা নিয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ভূক্তভোগী পরাগ জানান, রোববার বিকেল ৩টায় বন্দর সাব রেজিস্ট্রি অফিসে জমি বিক্রয় করে ১০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলে যোগে বাড়ি ফেরার পথে নবীগঞ্জ কবিলের মোড়ে আসলে  ওই সময় উত্তপেতে থাকা  সৌরভ ও রাজীবসহ অজ্ঞাত নামা সন্ত্রাসীরা আমার গতিরোধ করে গালিগালাজ করে ও স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী হওয়া ও কেন তার নিউজ ফেসবুকে শেয়ার করি এজন্য লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুত্বর জখম করে। 

ওই সময় আমার সাথে থাকা জমি বিক্রয়ের ১০ লক্ষ ৭০ হাজার টাকা  ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আমাকে গুলি করে হত্যার হুমকি দেয় তারা।  এদিকে অভিযুক্তদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আহতের পরিবার।

সম্পর্কিত বিষয়: