
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, আমরা দীর্ঘ সাড়ে ১৫বছর ফ্যাসিবাদীর বিরুদ্ধে এবং ২বছর সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছি।
কিন্তু কোন শক্তি বিএনপিকে ধ্বংস করতে পারেনি। কিন্তু ৫ আগস্টের পরে একটি পর্দার আড়ালের অপশক্তি বিএনপিকে ধ্বংস করতে চায়। বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবেনা, কারণ বিএনপি এদেশের জনগণের দল। জনগণ সবসময় বিএনপির সাথে ছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর শাখা। এসময়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল তিনটায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আমরা তার নির্দেশে আন্দোলন সংগ্রাম করেছি।
আমরা কোন ফ্যাসিবাদী শক্তির উত্থান বাংলাদেশে হতে দিব না। যারাই ষড়যন্ত্র করছেন, আপনারা সাবধান হয়ে যান। নিজেদের গায়ের দাগ দেখে নেন। স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত আপনাদের রাজনৈতিক চরিত্র কি ছিল সেটা এদেশের জনগণ যানে।
দলের স্বার্থে আমরা আপনাদের সাবধান করে দিতে চাই, ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে পূর্নত্থান ঘটবে না। জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন,জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সালসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।