নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে যা বললেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:১৯, ১৮ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পাটির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। আজ বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন আমরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলাম।

সেদিন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের ছাত্রসমাজ রাস্তায় নেমে এসেছিল। আজকে ফারহান ফাইয়াজের শহীদ দিবস। এদিন বহু মানুষ সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনীর হাতে শহীদ হয়েছিল।

শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে বর্গা দিতে চাই না, কোনো গডফাদারের কাছেও দিতে চাই না। নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। দখলদারি, চাঁদাবাজি করেছে। গত রাতে তোরন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে।  সরকারের কাছে জবাব চাই। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারন্য করা হয়েছিল আমরা তা ভেঙ্গে দিব। 

নাহিদ বলেন, আমরা প্রতিশ্রুতি দিতে এসেছি। নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী শহর। শ্রমিকদের জন্য নারায়ণগঞ্জ বিখ্যাত হলেও তাদের জন্য আমরা এখনো একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারিনি। ছোট ও মাঝারি ব্যবসায়ীদের সুরক্ষা দিতে হবে। অথচ আমরা দেখছি, মাফিয়া অলিগার্কদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর ছোট ও মাঝারি ব্যবসায়ীরা চাঁদাবাজদের কারণে ব্যবসা চালিয়ে যেতে পারছেন না।

তিনি আরও বলেন, জুলাইয়ে নারায়ণগঞ্জ থেকে প্রতিবাদের গর্জন উঠেছিল। প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। নারায়ণগঞ্জের এ অবদান স্বর্নাক্ষরে লেখা থাকবে। আজ ১৮ জুলাই গত বছর কম্পিলিট সাটডাউন ঘোষনা করা হয়েছিল, আজ এই দিনে মুগ্ধ শহীদ হয়েছে।

তিনি বলেন, আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নেন। নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না আমরা সরকারের কাছে এর জবাব চাই। জুলাই শহীদ ও আহতদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা কোন হুমকি কে ভয় পাই না, কখনো ভয় পাবোনা।

নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল। নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ হয়েছে জুলাই গণঅভ্যুথানে। নারায়ণগঞ্জকে যানজট মুক্ত চাঁদাবাজ মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বক্তব্য শেষে তিনি স্লোগান ধরেন, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন, এনসিপির জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক নিরব রায়হান, যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলমসহ এনসিপি, যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।