
ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর ২২নং ওয়ার্ডের দফরত সম্পাদক মোঃ সাইফুল ইসলামের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি জেনারেল এক বিবৃতিতে বলেন, বন্দর এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়ে গিয়েছে।
এ নিয়ে পরপর ৩ জন নেতা কর্মীর উপর সন্ত্রাসী হামলা হলো। কিছুদিন পূর্বে বন্দর থানার সভাপতির উপর হামলার রেশ না কাটতেই আবার এই হামলা। প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি, অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
তারা আরো বলেন, মুকুট ভূঁইয়া, পিতা-সাইফুল ইসলাম ভূঁইয়া পনির, ০২। মোঃ সাব্বির (১৮), পিতা-অজ্ঞাত, ০৩। মোঃ মিয়াজ ১৮),০৪। মোঃ মিনহাজ (১৮), উভয় পিতা মোঃ আক্তার, ০৫।
ইজাব্দ ১৯), পিতা- অজ্ঞাত, ০৬। বিজয় ১৭), পিতা- বাচ্চু মিয়া, ০৭। মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া পনিং ৪), পিতা- আব্দুস সামাদ, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। উক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।