
বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আমাদের জননেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার।
আমরা সবাই বাংলাদেশী সেই আদর্শ ও নীতিতে বিশ্বাসী। আমরা একে ওর অন্যের প্রতি সহমর্মিতায় হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলেমিশে পথ চলব। বিগত ফ্যাসিস্টদের আমল থেকে আর বেশি সুন্দর ও উৎসমুখ পরিবেশে কিন্তু আপনারা শারদীয়া দুর্গাপূজা উদযাপন করতে পারবেন।
তার জন্য কিন্তু বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করছে। আমরা চাই আপনারা সুন্দর ও সুশৃংখল ভাবে আপনারা আপনাদের পূজা পালন করবেন আমরা সবসময়ই আপনাদের পাশে আছি এবং থাকবো।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে শহরের রামকৃষ্ণ মিশন পূজা মন্ডপ ও আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপসড় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
বিএনপির সদস্য হওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির সদস্য যে কেউ হতে পারে। কোনো সুশীল ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক , ধর্মীয় ও সাংবাদিক ব্যক্তিরাও এই দলের সদস্য হতে পারে। দল করার অধিকার তো সকলেরই আছে। তবে যারা দুর্নীতিগ্রস্ত, যারা খারাপ লোক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও যারা সমাজে সামাজিক তাকে নষ্ট করেছে বিএনপি কিন্তু তাদের সাথে নাই।
তা কিন্তু আপনারা দেখেছেন সারা বাংলাদেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অনেককে কিন্তু শোকজ করেছে দল থেকে বহিষ্কার করেছে। যারা সমাজের জন্য কাজ করবে এবং দলের গঠনতন্ত্র মনে চলবে তারাই বিএনপির সদস্য হতে পারবে।
নির্বাচনে মনোনয়নের বিষয়ে তিনি বলেন, দলের মনোনয়ন যে কেউ চাইতে পারে। বিএনপি একটি বৃহত্তর দল এই দলের এক একটি আসলের ১০ জনম মনোনয়ন চাইতে পারে। আর বিএনপির মতন একটি জনপ্রিয় দলে তো একাধিক প্রার্থী থাকতেই পারে। আর বিএনপি থেকে কে কে ক্যান্ডিডেট হল এনিয়ে তো কেউ বিচলিত হওয়ার কিছু নেই।
পিআর পদ্ধতি প্রসঙ্গে আজাদ বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা কি বুঝেশুনে সজ্ঞানে তা করছেন তো। নাকি ইলেকশন প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য শুধুমাত্র একটা জায়গাকে ব্যবহার করছেন। এটা আগে ওনারা নিজেরাই বুঝুক।
বাংলাদেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া এদেশে যেভাবে নির্বাচন হয় সেই ভাবেই নির্বাচন হবে প্রচলিত আইন অনুযায়ী। গণতান্ত্রিক প্রক্রিয়াই নির্বাচন হবে কারো মন মতন আর নির্বাচন হবে না। আরে এটা কি বললেই হল মগের মুল্লুক কিছু। দেশের গণতান্ত্রিক যে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থার মাধ্যমে এ দেশের নির্বাচন হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশিষ্ট শিল্পপতি আমলাপাড়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।