নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ ডিসেম্বর ২০২৫

অসুস্থ যুবদলনেতা ইমনকে দেখতে হাসপাতালে সজল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৫

অসুস্থ যুবদলনেতা ইমনকে দেখতে হাসপাতালে সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল আলম ইমনের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

‎শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) বিকেলে সাইনবোর্ড প্রো অ্যাকটিভ হাসপাতালে গিয়ে ইমনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ইমনের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

‎‎মনিরুল ইসলাম সজল বলেন, যুবদল একটি পরিবার। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ইমনের সুস্থতা কামনায় মহানগর যুবদলের সকল নেতাকর্মীদের প্রতি দোয়ার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত বিষয়: