নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানির  গভীর শোক প্রকাশ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানির  গভীর শোক প্রকাশ 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি। 

দেশের প্রথম এ নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনিসুল ইসলাম সানি বলেন, তাঁর মৃত্যুতে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো তা কোনদিন পূরণ হবার নয়। বাংলাদেশ তার অবিভাবক হারালো।

মহান স্বাধীনতার ঘোষক বিএনপি'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আর্দশ ধারন করে দেশের সংকটময় সময়ে তিনি যে ভূমিকা রেখেছেন তা বিশ্বে বিরল। তিনি ধৈর্য ও সাহসের প্রতীক। তিনি আমৃত্যু এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে এক আপসহীন ইতিহাসের সমাপ্তি হলো।

তিনি ছিলেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দেশ ও মানুষ বাঁচাতে বিশাল অটলতা, গভীর খাঁটি দেশপ্রেমের পূর্ণতাময় এক আপসহীন নেত্রী। বহু চড়াই-উৎরাই পেরিয়ে সততা, সাহস, আপসহীন থেকে সংকট-সংগ্রামে মানুষের পাশে ছিলেন তিনি। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনবার।

আনিসুল ইসলাম সানি এ মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী, শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রার্থনা করেন মহান আল্লাহ তায়ালা যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।

সম্পর্কিত বিষয়: