নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫২, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের শোক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ সংবাদিক ইউনিয়ন।  

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমানসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। 

শোকবার্তায়, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিবিৎসাধীন অবস্থাহয় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি...........রাজিউন।

তার মৃত্যুতে জাতিসংঘের শোক প্রকাশসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরাও শোক প্রকাশ করছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে বক্তব্যে শোক প্রকাশ করেন এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা দেন।

এছাড়াও বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।