নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গভীর শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের গভীর শোক

 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদ।

‎‎এক শোকবার্তায় তারা বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেতা। তার আপসহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও গণতন্ত্র রক্ষায় তার অবদান কখনোই মুছে যাওয়ার নয়।”

‎‎শোকবার্তায় তারা আরও বলেন, “তার মৃত্যুতে দেশ একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারালো। আমরা একজন সাহসী রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরীকে হারিয়েছি, যা অপূরণীয় ক্ষতি।”

‎‎নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
 

সম্পর্কিত বিষয়: