সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে শাহাবুদ্দিন (৫০), আজগরের ছেলে সাদ্দাম (২৭) এবং শামীমের ছেলে সোহেল রানা (৩২)।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ জানায়, সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্প পানির ট্যাংক সংলগ্ন রমজানের বাড়ির সামনে পাকা রাস্তার উপরে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। তাৎক্ষনিক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে কৌশলে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বর্তমান আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তারকৃতরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে পাইকারি ও খুচরা মাদক বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


































