সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা ডিপোর ডিএস মাহবুবুর রহমানের অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল করেছে ট্যাংকলড়ী মালিক ও শ্রমিকরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মেঘনা ডিপোর সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় সীমিত সময়ের জন্য ডিপোতে ট্যাংকলড়ী প্রবেশ বন্ধ হয়ে যায়।
ট্যাংকলড়ী ডিপো শ্রমিকরা জানান, ডিএস মাহবুবুর রহমান চার মাস আগে এই ডিপোতে যোগদান করার পর থেকে ব্যাপক অনিয়ম ও চালান ছাড়া ডিপো থেকে জ্বালানি তেল বের হওয়ার ঘটনা ঘটছে। তিনি মেঘনা ডিপোতে যোগদানের পর এ ডিপোতে চলছে জ্বালানি তেল চুরির মহোৎসব।
প্রতিদিন গোপনে চালান ছাড়াই লুট হচ্ছে হাজার হাজার লিটার তেল। এই তেল চুরির সাথে জড়িত ডিপোর ডিএস মাহবুব থেকে শুরু করে সিকিউরিটি গার্ড পর্যন্ত। বৈষম্যের বাংলাদেশে কোনো তেল চোরের ঠাঁই সরকারি ডিপোতে হতে পারে না। আমরা অবিলম্বে ডিপো থেকে তার অপসারণ দাবি করছি অন্যথায় ডিপো বন্ধ করে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
এদিকে গত মঙ্গলবার ১৫ ড্রাম জ্বালানি তেলবাহী পিকআপ আটকের পর সন্ধ্যায় ডিপোর কর্মকর্তা ডিএস মাহবুবের অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের অপসারণসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলাকাবাসী ও জ্বালানি তেল ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। তারা অবিলম্বে মেঘনা এডিএস মাসুদের মতো ডিএস মাহবুবেরও গোদনাইল মেঘনা ডিপো হতে প্রত্যাহার দাবি করেন।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, ডিপো কেন্দ্রীক যারা অনিয়মের সাথে জড়িত আমরা তাঁদের সনাক্তের চেষ্টা করছি। খুব শীঘ্রই তাঁদের আটক করে আইনের আওতায় আনা হবে।


































