তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করা হয়।
প্রেসক্লাবের সদস্যদের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ স্বাক্ষরিত শোক বার্তায় বলেন, ৩০ ডিসেম্বর ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
বেগম জিয়ার মৃত্যু জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে নেতৃবৃন্দ জানান,কিছু মানুষের মৃত্যু হয় না, কারণ তাদের আদর্শ,ত্যাগ ও বিপ্লবী স্বপ্নগুলো ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে। তিনি ছিলেন কোটি মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত মহাকাব্য ও ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা।
দীর্ঘ আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতির কাছে অনুপ্রেরণা ও চির স্বরণীয় হয়ে থাকবে। তার প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।


































