নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:০০, ১৪ মে ২০২৫

বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বন্দরে বালিকা (অনূর্ধ্ব-১৪) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ১০টায় বন্দর উপজেলায় সরকারি হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল এন্ড কলেজ  মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার (অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলার নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল কাইয়ুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বন্দর, নারায়ণগঞ্জ, মো. সালে আহমদ, অধ্যক, (ভারপ্রাপ্ত), সরকারি হাজী আলম চান মডেল স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ মামুন খান, উপজেলা একাডেমি সুপারভাইজার, বন্দর, নারায়ণগঞ্জ। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী বৃন্দরা।     

জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, ৮টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন এ্যাথলেটিক্সদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। বাছাইকৃত ৩০ জন এ্যাথলেটিক্সদেরকে  ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। 

অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার, জার্সি, ও সনদপত্র বিতরণ করে সবার সফলতা কামনা করেন।