
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জে ৯নং ওয়ার্ডের জালকুড়িতে বী. এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখোর পরিবেশে ক্লাস পাটি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো: আয়াত আলী (সাবেক ডেপুটি কমান্ডার নারায়ণগঞ্জ সদর উপজেলা), বীর মুক্তিযোদ্ধা মো: গোলেনূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো:আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো: মিজানুর রহমান খান রিপন, সংরক্ষিত (৪.৫.৬) মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা বিল্লাল হোসেন রবিন, সিদ্ধিরগঞ্জ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি মো: মজিবর রহমান, বী.এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান কল্পনা বেগম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংক গোদনাইল শাখার ম্যানেজার মো: মোশারফ হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি মো: হারুন আর রশিদ, বিশিষ্ট সমাজ সেবক মো: অহিদুল্লাহ, মো: আলমগির হোসেন, শাহিনূর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো: আরিফ হোসেন ঢালী, বিজয় আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো: এস.এম. বিজয়, জ্ঞানের আলো আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মো: সাইফুল ইসলাম খন্দকার, ওয়ান ইনসপেকশনের পরিচালক ইমামুল হাসান মাইনুল, বী.এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের উপদেষ্ঠা মো: রাশেদুল ইসলাম, ইম্পার্লস কোচিং হোমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: রিফাত শাহরিয়ার রাতুল, বী.এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: সাকিবুল হাসান সুমন, প্রধান শিক্ষকের সহধর্মিনী মোসা: ফাতিহা ইসরাত। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বী.এম. জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক মো: আল-মামুন।
অতিথিরা বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ২৩ নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের অংশ গ্রহনে নাটিকা, আবৃতি, গান, নৃত্য পরিবেশনার মাধ্যমে আনন্দঘন অনুষ্ঠাটি উপভোগ করেন অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।