সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উল্লেখিত স্কুল এন্ড কলেজ মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছালে আহাম্মদ এর সভাপতিত্বে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সাবেক সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান ও সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজে সাবেক সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ বজলুর রশীদ।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উল্লেখিত স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক এমদাদ হোসেন, আশরাফুজ্জামান, মোঃ মিজানুর রহমান, সাইফুল ইসলাম বাদল, রাফিয়া বেগম, মতিউর রহমান মতিন, সাইফুল ইসলাম রানাসহ স্কুল এন্ড কলেজের শিক্ষক/ শিক্ষিকাসহ ছাত্র/ছাত্রী বৃন্দ।