নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ সেপ্টেম্বর ২০২৪

নিতাইগঞ্জে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:০৮, ২ ডিসেম্বর ২০২৩

নিতাইগঞ্জে গ্যাসের আগুনে মা-ছেলে দগ্ধ

নারায়ণগঞ্জ শহরে একটি ফ্ল্যাট বাসায়  ‘লিকেজ থেকে জমা’ গ্যাসের আগুনে এক নারী ও তার ছেলে দগ্ধ হয়েছেন। তারা হলেন- মা সীমা বেগম (৫০) ও তার ছেলে রোমান হোসেন (২৫)।

এ ঘটনায় পাশের ফ্ল্যাটের লোকজন দু’জনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়৷ পরে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়েছে।

হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, সীমা বেগমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক৷ শরীরের ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালটির হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন৷ তার ছেলের শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে৷ তাকে অবজারভেশন ওয়ার্ডে রাখা হয়েছে৷

শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে নিতাইগঞ্জ মোল্লাপাড়া এলাকায় একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনাটি ঘটে ৷ সীমা বেগম তার ছেলেকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বলে জানান তার ছোটবোন শাহেদা বেগম৷

এদিকে আগুনের বিষয়টি ভুক্তভোগী পরিবার বা স্থানীয় কেউ ফায়ার সার্ভিসকে জানায়নি বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখরউদ্দিন আহাম্মদ৷

সম্পর্কিত বিষয়: