নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়ক ও মীর জুমলা সড়কে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর থাকা ভাসমান ভ্যান, দোকান, টেবিল,মোটরসাইকেল অপসারণ করা হয়।
জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায়, উচ্ছেদ অভিযানকালে নয়তলা বিশিষ্ট সমবায় অফিসের গ্রাউন্ড ফ্লোর পার্কিং এর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। লা ভিস্তা রেস্টুরেন্ট ফুটপাথ পুরোপুরি দখল করে ইফতার সামগ্রী বিক্রয় করায় তা সম্পূর্ণরুপে আপসারণ করা হয়।
একইসাথে ৪ টি মোটরসাইকেল জব্দ করে ডাম্পিং এ প্রেরণ করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৬ জন ব্যক্তিকে ৬ টি মামলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।


































