
নারায়ণগঞ্জ শহরের জিমখানায় সাবেক শেখ রাসেল পার্ক বর্তমানে সিটি পার্কের পেছনের অংশ অনিরাপদ হয়ে পড়েছে। সেখানে দিনে-দুপুরে ছিনতাইকারীদের কবলে পড়ছে দর্শনার্থীরা। একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র সেখানে দর্শনার্থীর বেশে অবস্থান করে।
সুযোগ বুঝে লুটে নেয় দর্শনার্থীদের মোবাইল ও টাকা পয়সা। গত এক মাসে কমপক্ষে ৮ থেকে ১০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে সেখানে। সবশেষ গত শনিবার (২৪ মে) দুপুরে দর্শনার্থী তিন বন্ধুর কাছ থেকে অস্ত্রের মুখে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
সারফারাজ সিয়াম নামে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, শনিবার (২৪ মে) দুপুর পৌনে ২টার দিকে আরেফিন, বিপুল ও নাঈম নামে তিন বন্ধু রাসেল পার্কের পিছন দিক দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে ছবি তোলার জন্য।
ভেতরে ঢুকে তারা ৪ থেকে ৫টি ছবি তোলে একই পথ দিয়ে বের হওয়ার সময় পেছন থেকে দর্শনার্থী বেশে তিন ছিনতাইকারী তাদের ডাক দেয়। তারা কাছে আসতেই আরও তিন ছিনতাইকারী আসে। তাদের হাতে ধারালো চাকু সুইস গিয়ার ছিল।
কিছু বুঝে উঠার আগে ছিনতাকারীরা তিন জনের কাছ থেকে ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তারা বাঁধা দেয়ার চেষ্টা করেও পিছিয়ে যায়। কারণ ছিনতাইকারীদের হাতে ধারালো চাকু ছিল।
সারফারাজ সিয়াম আরও জানায়, পার্কের পেছনে সাইটটি একেবারে নিরাপদ নয়। সেখানে দর্শনার্থীর বেশে কিছু ছিনতােইকারী অবস্থান করে। এবং সুযোগ বুঝে দর্শনার্থীর মোবাইল-টাকা পয়সা ছিনিয়ে নেয়। গত ১ মাসে ৮ থেকে ১০ জনে মোবাইল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তাই দিনের বেলা পার্কের পেছনে সাইটে কেউকে না জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।