নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ৭ দিন অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৪৫, ১৪ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জে ৭ দিন অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ৭ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৪ অক্টোবর সকাল ২০ অক্টোবর পর্যন্ত ৭দিন বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা পরিষদেও নির্বাচনী এলাকায় সব লাইসেন্সধারী অস্ত্র মালিকদের অস্ত্রসহ চলাফেরার ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো।

 

আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও অস্ত্র প্রদর্শনের নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।


তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর-প্রতিষ্ঠান ও স্থাপনাতে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইওে থাকবেন।


প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর হবে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।