নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:১৪, ৮ জানুয়ারি ২০২৪

নারায়ণগঞ্জ-৪ আসনে কোন প্রার্থী কত ভোট পেলেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী একেএম শামীম ওসমান। নির্বাচনে এ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে নৌকা মার্কা নিয়ে শামীম ওসমান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮২৭ ভোট। তৃণমুল বিএনপির মো. আলী হোসেন সোনালী আঁশ মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৮৭ ভোট, বাংলাদেশ কংগ্রেস প্রার্টির মো. গোলাম মোর্শেদ রনি ডাব মার্কা নিয়ে পেয়েছেন ৫৫১ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের মো. ছৈয়দ হোসেন মশাল মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ২৩ ভোট, জাকের পার্টির মো. মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল মার্কা নিয়ে ৭ হাজার ২৬৯ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম মার্কা নিয়ে পেয়েছেন ৭২৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. সেলিম আহমেদ (বি.এস.পি) একতারা মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৪১৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. হাবিবুর রহমান চেয়ার মার্কা নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৫৫ ভোট।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের সদর উপজেলার আংশিক ৫টি ইউনিয়ন ও সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৪ আসন। এ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ২৩১টি। মোট ভোট কক্ষের সংখ্যা ১৫৬২।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৬৯২ জন ও নারী ভোটার ৩ লাখ ৫২ হাজার ৪৪১ জন। এখানে ৬ জন হিজড়া ভোটার রয়েছেন।