বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ হাজী আলতা প্রধানের বাড়ী সংলগ্ন মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জিওধরা পঞ্চায়েত কমিটির উপদেষ্টা হাজী আলতাফ প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন বলেন, সেবা প্রদানের মন মানসিকতা নিয়ে নির্বাচন অংশগ্রহণ করছি। আপনার আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আপনাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করে দিব।
না'গঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা সজিব হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন জিওধরা সমাজ কল্যাণ সংগঠের সম্পাদক আতাউর রহমান প্রধান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রধান, সিনিঃ সহ সভাপতি মোঃ মানিক প্রধান, নুর জামে মসজিদের সহ সভাপতি জিলু, সমাজ সেবক ফয়েজ হোসেন ও মোঃ মোবারক হোসেন প্রমূখ।
এ ছাড়া ও একই ইউনিয়নের পূর্ব ১ নং নয়ানগর ও বন্দর ইউনিয়নের বিবি জড়ো এলাকায় পৃথক ২টি উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত উঠান বৈঠকগুলোতে প্রচুর লোকার সমাগম ঘটে।