নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ জুন ২০২৩

সোনারগাঁয়ে আসছেন বিভিন্ন চ্যানেলের কন্ঠ শিল্পীরা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:৩৩, ১২ মার্চ ২০২২

সোনারগাঁয়ে আসছেন বিভিন্ন চ্যানেলের কন্ঠ শিল্পীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের মঞ্চে গান গেয়ে মাতাতে আসছেন বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত শিল্পীরা। সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে।


এতে সংগীত পরিবেশন করবেন, জাতীয় পর্যায়ের সংগীত শিল্পী আমজাদ হাসান, সংগীত পরিচালক ও কণ্ঠ শিল্পী জিএম রহমান রনি, চ্যানেল আই সেরাকন্ঠ (২০১৭ প্রথম রানানআপ) কানিজ খাদিজা তিন্নি, এটিএন তারকা দীপ বাপ্পি, বিটিভির তালিকাভূক্ত বিশিষ্ট সংগীত শিল্পী সাবরিনা নওশীন টুশি ও এটিএন আগামীর তারকা সাদিয়া ইসলাম প্রাপ্তি এবং নারায়ণগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বিশিষ্ট কন্ঠ শিল্পিী চন্দন শীল। 


সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। 


বিশেষ অতিথি হিসেবে থাকবেন- সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইলাম ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু প্রমূখ। 
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম। 


অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন, সোনারগাঁও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম।
 

সম্পর্কিত বিষয়: