নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

রাজকণ্যার খোঁজা-খুঁ‌জি

গাজী খায়রুজ্জামান

প্রকাশিত:০৩:০৪, ১৯ আগস্ট ২০২২

রাজকণ্যার খোঁজা-খুঁ‌জি

রাজকণ‌্যার খোঁজা-খুঁ‌জি
--গাজী খায়রুজ্জামান

ও রুপসী রাজকণ‌্যা
খুঁজ‌ছো তু‌মি রাজা,
আ‌মি খুঁজ‌ছি রানী।

তু‌মি যা‌কে খুঁজো
ভাল ক‌রে দেখো,
সেই কি-না আ‌মি।

আ‌মি যা‌কে খু‌ঁজি
ভাল ক‌রে দে‌খি,
সে-ই তো তু‌মি।

তবু কেন হয় না দেখা?
চো‌খে চো‌খে হয় না রাখা,
ভালবাসার দুই নয়ন।

পিছন ফি‌রে না তাকা‌লে
কা‌ছে এ‌সে না দে‌খি‌লে,
কেম‌নে চিন‌বে আমায়?

আমায় তু‌মি না চি‌নি‌লে-
সারা জীবন থাক‌তে হ‌বে,
যোগ‌্য রাজা বিনা।

খু‌ঁজতে হ‌বে খুঁ‌জো
আ‌রো আ‌রো খুঁ‌জো,
খুঁজ‌তে খুজ‌তে ক্লান্ত শরী‌রে-
না পা‌হি‌লে তা‌ঁরে,
আমার কা‌ছেই ফি‌রে এসো-
আ‌মিই তোমার রাজা,
খুঁ‌জো তু‌মি যা‌রে।

বিশ্বাস না হ‌লে-
কা‌ছে এ‌সেই দেখো,
ভাল ক‌রে দেখো,
পরখ ক‌রে দে‌খো,
যোগ‌্য রাজার রানী তু‌মি-
ভুবন খু‌ঁজে দেখো।

ও হে রাজকণ‌্যা! শু‌নো একটুখা‌নি

খুঁজ‌তে খুঁ‌জতে য‌দি
চ‌লে যায় বসন্তকাল-
আষাড় শ্রাব‌ণে থা‌কে না‌ তো,
বসন্ত কো‌কি‌লের সুমধুর গান।

ও হে রাজকণ‌্যা! জে‌নে রা‌খো একটুখা‌নি

জোয়া‌রে নদীর ভরা যৌবন, উত্তাল মাতাল-
মা‌ঝি বে‌য়ে যায় নৌকা, আন‌ন্দে গায় গান।
ভাটায় নদীর অচল জীবন, যৌবন তার মরুভূ‌মি-
নদীর বু‌কে চ‌লে না নৌকা, নে‌মে আ‌সে দুর্গ‌তি।

সম্পর্কিত বিষয়: