
গত জুন মাসে চাঞ্চল্যকর জোড়া হত্যাসহ বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৪৬টি। এর মধ্যে মাদক মামলা রুজু হয়েছে ১২টি, হত্যা ৪টি,ডাকাতি ১ টি,নারী ও শিশু নির্যাতন আইনে ১টি, বিশেষ ক্ষমতা আইনে ১টি,সড়ক র্দূঘটনা আইনে ২টি ও অন্যান্য মামলা হয়েছে আরো ২০টি।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানায় রুজুকৃত ১২টি মাদক মামলায় ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় মাদক উদ্ধার হয়েছে ২শ ৩৫পিছ ইয়াবা ট্যাবলেট, ৯শ ৭০ গ্রাম গাঁজা, ১০ গ্রাম হেরোইন।
বন্দর থানা পুলিশ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাঁজাপ্রাপ্ত ১ পলাতক আসামীসহ জিআর মামলার ওয়ারেন্টে ২৬ জন ও সিআর মামলার ওয়ারেন্টে ২৩ জন আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, গত জুন মাসে বন্দর থানায় ৪৬টি মামলা হয়েছে। এরমধ্যে আলোচিত জোড়া হত্যা মামলায় উভয় পক্ষের অভিযুক্ত বেশিরভাগ আসামীকে দ্রুত গ্রেপ্তার করে আদালতে পাঠাতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি বন্দর উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার জন্য। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।