নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৩৪, ৪ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন

বাংলাদেশ জামায়াতে ইসলামি কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার  সকাল ১০ ঘটিকায়  সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবদুল জাব্বার বলেন এই মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচিতে নারায়ণগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপন করা হবে। শুধু রোপনের মধ্যে সীমাবদ্ধ নয় এটিকে পরিচর্যা করে একটি সবুজ নগরী হিসেবে নারায়ণগঞ্জবাসীকে উপহার দেয়ার জন্য আমরা নিরলসভাবে  কাজ করে যাবো ।

আমাদের আগামীর প্রজন্ম যেন সবুজে বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি সম্ভাব্য জায়গায় বৃক্ষ রোপন করতে চাই। নারায়ণগঞ্জবাসীকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মোঃ জামাল হোসাইন, থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক  সিদ্ধিরগঞ্জ  ৩ নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী জনাব আব্দুল খালেক ও থানা বিভিন্ন পর্যায়ের জামায়াত  নেতৃবৃন্দ সহ স্থানীয় সাধারণ মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।