
সিদ্ধিরগঞ্জে ৯২-৯৩ ব্যাচ এর উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো মৌসুমী ফল উৎসব।
শুক্রবার (৪ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো এলাকায় ৯২-৯৩ ব্যাচ এর উদ্বোগে এ মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, মোসলেহ উদ্দিন সেলিম, মো: আনোয়ার হোসেন, মো: সেলিম সরকার, জাহাঙ্গীর আলম জানা, মো: টিটু, মো: নূর হোসেন মুন্না, অকিল উদ্দিন, মো: আশরাফুল, মো: আতিকুর প্রধান, মো: কামাল, হাফেজ মোহাম্মদ গিয়াস উদ্দিন, মজিবর রহমান, সেলিম মিয়া সহ আরো অনেকে।
দেশীয় মৌসুমী ফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পুষ্টিগুণ বিষয়ে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় তারা বলেন, দেশীয় মৌসুমী ফল সম্পর্কে জানানো এবং তা খাওয়ার অভ্যাস গড়ে তোলার জন্য এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
প্রাকৃতিক খাবার ও পরিবেশ সম্পর্কে এই উৎসবের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিভিন্ন মৌসুমী ফল যেমন আম, কাঁঠাল, কলা, কাঠলিচু, ড্রাগন ফল, আপেল, মালটাসহ নানা দেশীয় ফল।