নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন নেতা মামুনের উপর হামলা : মহানগর বিএনপির নিন্দা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৭, ৪ জুলাই ২০২৫

ইসলামী আন্দোলন নেতা মামুনের উপর হামলা : মহানগর বিএনপির নিন্দা 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উত্তর থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। 

এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার সুজনের  নেতৃত্বে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উত্তর থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপর অতর্কিত হামলা এবং কুপিয়ে গুরুতর আহত করেছে । আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি । 

একই সাথে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি অবিলম্বে এ মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার সুজনসহ তার সহযোগিতা গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। 

প্রসঙ্গত, গত ২ জুলাই রাত দশটার দিকে বন্দরে ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ আমিরাবাদ এলাকায় মাদক বিরোধী কথা বলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সুজন নেতৃত্বে  ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর উত্তর থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন উপর  হামলা করেন এবং কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।