নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্যক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো : প্রিন্সিপাল ড. ইকবাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ৪ জুলাই ২০২৫

ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্যক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো : প্রিন্সিপাল ড. ইকবাল

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ -৩, সোনারগাঁ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া বলেন- ফ্যাসিষ্টদের আর কোন কার্যক্রম করতে  দেওয়া  হবে না। ফ্যাসিষ্টদের ফ্যাসিজমের কার্ক্রমে জিরো টলারেন্স ঘোষনা করা হলো।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে সনমান্দী ইউনিয়ন জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি এ বলেন। শুক্রবার (৪ জুলাই) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ শেষে দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ পথসভা অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, সোনারগাঁয়ে কোন প্রকার চাঁদাবাজি থাকবে না। কেউ যদি অন্যায় অত্যাচার করতে চায় আর কাউকে অন্যায় করার সুযোগ দেওয়া হবেনা। জামায়াত ও শিবিরের কর্মীদের গায়ে যদি হাত তোলা হয়, তাহলে ঐ হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবেনা।

এ সময় থানা আমির মাহবুবুর রহমানের সভাপতিত্বে গণসংযোগ ও পথ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ দক্ষিন শাখার আমীর মো. মাহবুবুর রহমান, সোনারগাঁ দক্ষিন শাখার সেক্রেটারী মো.  আসাদুল ইসলাম, সনমানদী ইউনিয়নের আমীর মাওলানা  মোমিনুল ইসলাম ও সেক্রেটারী মাওলানা বেলাল শাহ সহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।