নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২০ জুলাই ২০২৫

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সেচ্ছাসেবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২১, ৪ জুলাই ২০২৫

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে সেচ্ছাসেবীদের মানববন্ধন

রূপগঞ্জের তারাবো বিশ্বরোড় থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত সড়কটিতে রাতে বাতি না জ্বালানোর কারণে ও ব্রিজের রাবার খসে পড়ায় বাড়ছে সড়ক দূর্ঘটনা। এসব দূর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবিতে শুক্রবার বাদ জুম্মা সামাজিক সংগঠন “শান্তি সংঘ ফাউন্ডেশন” এর উদ্যোগে ডেমরা-সিলেট সড়কের তারাবো এলাকায় মানববন্ধন করা হয়েছে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম, আলিফ, আব্দুল্লাহ, আলী আসরাফ, জাবের, সাব্বির, শান্ত, রাসেল, আমিনুল, জহিরুল প্রমুখ

মানববন্ধনে বক্তারা বলেন, তারাবো বিশ্বরোড থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত সড়কটিতে সড়ক বাতি না জালানোর কারণে সন্ধার পর অনিরাপদ হয়ে পড়ে সড়কটি। প্রায়ই ঘটছে সড়ক দূর্ঘটনা। এতে নিহত ও আহত হয়েছেন অনেকে। 

তাই দ্রুত সড়ক বাতি মেরামত করে জনস্বার্থে প্রতিদিন বাতি জালাতে হবে। এবং এ সড়কে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্রিজের জোড়ায় নষ্ট হয়ে যাওয়া রাবার পুনঃস্থাপন করতে হবে। 

সড়ক দখল করে অবৈধ্য ভাবে ট্রাক পার্কিং বন্ধ করতে হবে এবং এ সড়কে ছোট বড় খানাখন্দ গুলো সংস্কার করতে হবে। অবিলম্বে যদি এসব সমস্যা সমাধান না করা হয় তবে, ব্যপক কর্মসূচির হুশীয়ারী দেন বক্তারা।