নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ জুলাই ২০২৫

রূপগঞ্জে এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:২৭, ৫ জুলাই ২০২৫

রূপগঞ্জে এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা

রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবতে প্রতিষ্ঠিত এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ত্রৈমাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গণি, ফারুক হোসেন, শরিফ মোল্লা, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা ফজলুল হক সহ আরো অনেকে।

অনুষ্ঠানে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং ইক্বরা কিন্ডার গার্টেনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় স্কুলের সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল আজিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন। 

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আর কয়েক মাস বাকী। সেই সাথে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি চলছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাস নেয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সেই সাথে দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিদ্যালয়ে বাংলা-ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও জোর দেয়া হয়। পরে উপস্থিতিদের মাঝে মানসম্মত ও আধুনিক রুচিশীল খাবার পরিবেশন করা হয়। 

সম্পর্কিত বিষয়: