জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ লাভ করায় নারায়ণগঞ্জের তিন গুণী সাংবাদিক মোরসালিন বাবলা, কামাল উদ্দিন সুমন ও মাইদুর রহমান রুবেলকে প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে বিভিন্ন গনমাধ্যমে প্রেরিত এক বার্তায় তারা এ অভিনন্দন জ্ঞাপন করেন।
বন্দর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ- সাধারণ সম্পাদক জি.এম. সুমন বলেন, দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা ও সাংবাদিক কামাল উদ্দিন সুমন ও মাইদুর রহমান রুবলকে গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ প্ল্যাটফর্ম জাতীয় প্রেসক্লাবে সদস্য পদ দেওয়ায় প্রেসক্লাবের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ ও সাধুবাদ জানাই। সে সাথে নারায়ণগঞ্জের ৩ গুনী সাংবাদিকের সুস্বাস্থ্য ও দীর্ঘ দীর্ঘায়ু কামনা করা হয়।