নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

সাংবাদিক সোহেলের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৫, ২৩ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক সোহেলের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের শোক

ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও উজ্জীবিত বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সোহেল আহমেদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

 সাংবাদিক সোহেলের মা রবিবার সন্ধ্যায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে পরিবারে ৩ পুত্র, আত্বীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।

রবিবার (২২ ডিসেম্বর) এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক মো: মনির হোসেনসহ সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রবিবার (২২ ডিসেম্বর) রাত-১০ ঘটিকায় জানাজা শেষে দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।