নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মো. ফিরোজ মিয়া আর নেই

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২৯, ২৬ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক মো. ফিরোজ মিয়া আর নেই

সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও আদমজী টাওয়ারের মালিক মো. ফিরোজ মিয়া (৬০) বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

সম্প্রতি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন, পরবর্তীতে ভর্তি ছিলেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে কিছুটা সুস্থতার পর তাঁকে বাসায় ফেরত আনা হয়, তবে তার দুই দিন পর সকালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ফিরোজ মিয়া সিদ্ধিরগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সিদ্ধিরগঞ্জবাসী, বন্ধু ও আত্মীয়স্বজন শোকাহত।
 

সম্পর্কিত বিষয়: