নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ অক্টোবর ২০২৫

অড়াইাইহাজারে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৯, ২৫ নভেম্বর ২০২২

অড়াইাইহাজারে ৩২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

আড়াইহাজরে  ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো-  জামালপুর  জেলার দেওয়ানগঞ্জ থানার চর ডাজাতিয়াপাড়া গ্রামের মো. কুদ্দুস আলী’র ছেলে মো. জুয়েল (৩৮) ও নরসিংদী  জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের আবুল বাসার এর স্ত্রী সুইটি বেগম (২২)।


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত গাাঁজার মূল্য আনুমানিক মূল্য ছয় লাখ চল্লিশ হাজার টাকা।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী হিসাবে এলাকায় তাদের ব্যপক পরিচিতি রয়েছে। তারা নিয়মিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে এ ধরনের মাদক এনে বিভিন্ন  জেলায় বিতরণ করে। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় মামলা দায়ের করা হয়েছে ।