নারায়ণগঞ্জের আড়াইহাজারে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ৩টার দিকে হাইজাদি ইউনিয়নের ধন্দি ভিটি কামালদি এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার (১১ জানুয়ারি) দুপুরে আড়াইহাজার থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এই তথ্যা জানান। এই সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, আড়াইহাজার থানা ওসি মো: আলাউদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সেনাবাহনী জানান, বেশ কিছু দিন ধরে সোনারগাঁ-নারায়ণগঞ্জ নির্দিস্ট কিছু স্থানে সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে। আইন শৃংখলা উন্নয়নে আমরা যৌথভাবে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সেনারগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের সহযোগিতায় মুন্সীপুরের কৃখ্যাত মাদক সম্রাট নাইমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাইমের ঘর থেকে দুটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৬ লাখ ৯০ হাজার টাকা, ১০৫ পিস ইয়াবা এবং ১৩টি দা, ছুরি ও চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাঈম (৩৮), তাঁর বাড়ি উপজেলার ধন্দি ভিটি কামালদি, প্রভাকরদি এলাকার রুবেল ভূঁইয়া (৩৩), ধন্দি ভিটি কামালদি এলাকার সুমন (৩০) এবং নাঈমের স্ত্রী রুনা আক্তার (৩৪)।
আড়াইহাজার থানার ওসি জানান, উদ্ধার করা অস্ত্র, মাদক ও টাকার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


































