নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ অক্টোবর ২০২৫

বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২২

বন্দরে মাদক মামলার সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বন্দরে মাদক মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত পলাতক আসামি চিহ্নিত মাদক সম্রাট জাকির ওরফে সোহেল ওরফে গাজী (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার দুপুরে সাঁজা ওয়ারেন্টে আদালতে প্রেরণ করে পুলিশ। এরআগে বুধবার রাতে বন্দর থানার নবীগঞ্জ নূরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃত মাদক সম্রাট জাকির ওরফে সোহেল ওরফে গাজী উল্লেখিত এলাকার মৃত সামাদ মিয়ার ছেলে ।

 

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার ওয়ারেন্ট অফিসার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় র্ফোস গত বুধবার রাতে নবীগঞ্জ নূরবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

 

অভিযান কালে পুলিশ বন্দর থানার রুজুকৃত ৩৭(৪)১৭ নং মাদক মামলা ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী চিহিৃত মাদক ব্যবসায়ী জাকির ওরফে সোহেল ওরফে গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।