
বন্দরে জুতা তৈরি সরঞ্জাম কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সজল চন্দ্র দাস (২০) নামে এক জুতা ব্যবসায়ী গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজের পিতা বাদী হয়ে গত সোমবার (২২ নভেম্বর) দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৯৭৮ তাং- ২১-১১-২২ইং।
এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে বন্দর র্যালী আবাসিক এলাকা থেকে ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে বের হয়ে ওই জুতা ব্যবসায়ী নিখোঁজ হয়। নিখোঁজ জুতা ব্যবসায়ী সজল চন্দ্র দাস উল্লেখিত এলাকার ভাড়াটিয়া ও দিনমজুর বিজয় চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে নিখোঁজ জুতা ব্যবসায়ী বড় ভাই অজয় চন্দ্র দাস জানান, আমার ভাই সজল চন্দ্র দাস গত রোববার বিকেলে জুতার সরঞ্জাম কেনার জন্য ১৫ হাজার টাকা নিয়ে র্যালী আবাসিক মসজিদ গল্লী এলাকা থেকে ঢাকা গুলিস্তানের উদ্দেশ্যে বের হয়ে গত ৫ দিনেও বাড়িতে ফিরে আসেনি।
অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ছেলের কোন হদিস পাওয়া যায়নি। সে সাথে আমার ছেট ভাইয়ের ব্যবহারকৃত ০১৯২৩৭১৫২৩৬ নাম্বার মোবাইলটি বন্ধ রয়েছে। এ ঘটনায় আমার পিতা থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করলে পুলিশ ৫দিনেও আমার ভাইয়ের কোন সন্ধান জানাতে পারেনি।