 
				
					বন্দরে রাস্তা পারাপার হতে গিয়ে ট্যাং লরির চাপায় সুমাইয়া (১৯) নামে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। ওই সময় আরো দুই শ্রমিক আহত হয়। আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
রোববার (৪ আগস্ট) সকাল পৌনে ৮ টার দিকে বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মদনপুর দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রমিক নিহতের ঘটনায় ওই সময় উত্তেজিত শ্রমিকেরা দূঘটনা কবলিত লরিতে অগ্নিসংযোগ করে।
কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল করিম জানান, রোববার সকালে ইপিলিয়ান গার্মেন্টের শ্রমিকরা রাস্তা পারাপার হতে গিয়ে ট্যাং লরির চাপায়  সুমাইয়া নামে এক শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। এসময় আরো দুই শ্রমিক আহত হয়। পরে ঘটনাস্থলে থাকা লরিতে আগুন জ্বালিয়ে দেয় শ্রমিকরা।

 
				

































 
									 
									 
									 
									 
									 
									 
									