বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে দিন মজুর স্বামী ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। জখমপ্রাপ্তরা হলো অটোরিক্সা চালক জাহাঙ্গীর হোসন (৩৬) ও তার স্ত্রী আসমাকে(৩০)। গত ৭ আগস্ট রাতে বন্দর থানার ২৭ নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গত সোমবার (২ সেপ্টেম্বর) রাতে আহত অটোচালক বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা ৫(৯)২৫।
আহত অটোচালক জাহাঙ্গীর হোসেন জানান, তিনি ৫/৬ বছর ধরে মুরাদপুরের হাজী নূরুল হকের বাড়িতে পরিবার পরিজন নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। পূর্ব শত্রুতার জের ধরে মুরাদপুর এলাকার মৃত লাল মিয়ার ছেলে সালাম মাতবর,ফুলহরের মৃত আসাদ মিয়ার ছেলে মোঃ বাবু, মুরাদপুর এলাকার সালাম মাতবরের ছেলে সালাউদ্দিন সালু, ও খোকন, ইয়াকুব আলীর ছেলে নাজিমউদ্দিন. ফরিদার স্বামী রুবেলসহ ১০/১২ জন সন্ত্রাসী বাড়িতে এসে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
এ সময় তার স্ত্রী আসমা বেগম এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা আসবাবপত্র ভাংচুর করার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।